Advertisement

header ads

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা(প্রাথমিক গনিত):অনুশীলনী ৬(ক) যোগ্যতাভিত্তিক অংক।

pece24.blogspot.com.jpg


প্রাথমিক গনিত
অনুশীলনী-৬(ক)
যোগ্যতাভিত্তিক প্রশ্নের সমাধান

আসসালামু আলাইকুম,আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন।আজকের এই লেখাটি মূলত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরীক্ষার্থী ও তাদের সম্মানিত অভিভবকদের উদ্দ্যেশে নিবেদিত।অভিভাবকরা তাদের সন্তানদের আসন্ন পিইসিই(পিএসসি) তথা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়ে বিশেষভাবে চিন্তিত।শতভাগ যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্রের আলোকে পরীক্ষার জন্য সবাই আরো বেশী উদ্বিগ্ন।কারণ এখন আর আগের মত পরীক্ষায় আসতে পারে এরকম সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর মুখস্ত করে পরীক্ষায় ভালো ফলাফর করার দিন শেষ হয়ে গিয়েছে।এখন পরীক্ষায় ভালো করতে হলে প্রতিটি বিষয়ের মৌলিক বিষয়গুলো ভালোভাবে প্রতিনিয়ত চর্চা করতে হবে।আজকের লেখায় আমি প্রাথমিক গনিত  বইয়ের অনুশীলনী ৬ এর দুটি যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব।আপনারা অবগত আছেন যে, অনুশীলনী ৬ এ সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করা হয়েছে।স্বভাবত দেখা যায় ছাত্র-ছাত্রীরা ভগ্নাংশের অংক গুলো করতে প্রায়ই ইতস্তত বোধ করে।কারণ ,ভগ্নাংশের বিষয়ে যে ধারনাগুলো থাকা প্রয়োজন তারা সেগুলো রপ্ত না করে সরাসরি অংক মুখস্ত করা শুরু করে।তাদের প্রাইভেট টিউটররা তাদের অংক করে দেন আর তারা সেই অংকটি হুবুহু মুখস্ত করে।আর তাতেই তাদের মেধা বিকশিত না হয়ে হয়ে যাচ্ছে স্তব্ধ।আমার আজকের বিষয়ের ভিডিও টিউটোরিয়ালটি আপনার ভালোভাবে লক্ষ্য করলে যোগ্যতাভিত্তিক প্রশ্নের অংকের বিষয়ে ব্যাপক ধারনা হবে বলে আমি মনে করি।এর আগে যোগ্যতাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের উপর আমার একটি লেখা ও ভিডিও টিউটোরিয়াল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।আপনারা সেটিও দেখে নিতে পারেন।নিচের ভিডিও লিংকে ক্লিক করলে  আজকের  ভিডিওটি দেখতে পাবেন।
click the link below to watch the video tutorial:

PECE(Primary Education Completion Examination)Math: Chapter 6(Kha) competency-based math 

Post a Comment

0 Comments