Advertisement

header ads

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা(প্রাথমিক গনিত):অনুশীলনী ৬(ক ও খ) এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।





প্রাথমিক গনিত
অনুশীলনী ৬(ক ও খ)
যোগ্যতাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


সবাইকে আমার ব্লগ সাইটে সাদর আমন্ত্রন জানাচ্ছি।আজকের লেখাটি বিশেষ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরীক্ষার্থী ও তাদের সম্মানিত অভিভাবকদের জন্য নিবেদিত।এইবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শতভাগ যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্রের আলোকে অনুষ্ঠিত হবে।আগে থেকে মুখস্ত করে পরীক্ষায় গিয়ে হুবুহু লিখে দেওয়ার সুযোগ আর থাকছেনা।পাঠ্যবইয়ের বিষয়বস্তুর আলোকে যোগ্যতাভিত্তিক প্রশ্ন করা হবে।পরীক্ষার্থী ও সম্মানিত অভিভাবকরা বিশেষ করে প্রাথমিক গনিত ও ইংরেজী বিষয় নিয়ে বেশী উদ্বিগ্ন।ইংরেজী যেহেতু আমাদের মাতৃভাষা নয় তাই    আমাদের দেশের বেশীরভাগ বিদ্যালয়ের   ছাত্র-ছাত্রীরা  ইংরেজী বিষয়ে বেশী দুর্বল।প্রাথমিক গনিত বইয়ের মূল বিষয়গুলো ভালোভাবে রপ্ত না করে শুধুমাত্র পাঠ্যবইয়ের অনুশীলনের অংকের সমাধানগুলো মুখস্ত করার কারনে ছেলে মেয়েরা যোগ্যতাভিত্তিক অংকের সমাধান ভালোভাবে করতে পারছেনা।আজকের আমার এই লেখায় আমি প্রাথমিক গনিত বইয়ের অনুশীলনী ৬ এর ক ও খ অধ্যায়ের যোগ্যতাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।এই অধ্যায়ে সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোকপাত করা হয়েছে।সাধারণ ভগ্নাংশ কয় ধরনের,প্রকৃত ভগ্নাংশ কী,অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো,মিশ্র ভগ্নাংশকে কীভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করা যায়,ভগ্নাংশের লঘিষ্টকরণ,১ এর সমান ভগ্নাংশ,১ এর ছোট ভগ্নাংশ ও ১ এর ছেয়ে বড় ভগ্নাংশ, সমহরবিশিষ্ট ভগ্নাংশ কী,ভগ্নাংশের ছোট-বড় নির্ণয় করার নিয়ম,ভগ্নাংশের যোগ-বিয়োগ,গুন -ভাগ ও ভগ্নাংশের সরলীকরণ,পূর্ণসংখ্যা ও ভগ্নাংশ প্রভৃতি মৌলিক বিষয়গুলোর উপর ভালোভাবে জ্ঞান না থাকলে যোগ্যতাভিত্তিক প্রশ্নের সমাধান করা অত্যন্ত কষ্টসাধ্য হবে।যোগ্যতাভিত্তিক প্রশ্নের অংকের সমাধান করার জন্য  প্রথমে অবশ্যই  পাঠ্যবইয়ের অনুশীলনীর প্রতিটি অংক করতে হবে।প্রতিটি অধ্যায়ের মূল  আলোচ্য বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত চর্চা করতে হবে।আমার আজকের এই লেখার শেষে প্রাথমিক গনিত বইয়ের অনুশীলনী ৬ এর ক ও খ  এর যোগ্যতাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এর আলোকে একটি ভিডিও টিউটোরিয়াল যুক্ত করা হয়েছে।আশা করি সবাই ভিডিওটি দেখবেন।

PECE(Primary Education Completion Examination) Math:Chapter 6(short question)

Post a Comment

0 Comments